২৩ অক্টোবর ২০২৫

১৪ কেজি গাঁজাসহ আটক ২

১৪ কেজি গাঁজাসহ মোঃ ছৈয়দ আমিন (২১) ও মোঃ সোহেল (১৯) নামের ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে নগরীর কোতোয়ালী থানাধীন মেরিনার্স রোডস্থ ওমর আলী স-মিলের বিপরীতে চাক্তাই খালের প্রবেশ মুখে পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো— বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালীর মোঃ ছৈয়দ নুরের ছেলে মোঃ ছৈয়দ আমিন ও বান্দরবান জেলার নাইক্ষ্যাংছড়ি থানার বাইশারী ইউনিয়নের আলী হোসেনের বাড়ির আলী হোসেনের ছেলে মোঃ সোহেল।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম ওবায়দুল হক বলেন, বিপুল পরিমাণ মাদক বিক্রির উদ্দেশ্যে কোতয়ালী থানার চাক্তাই কোতোয়ালী মোড়ে মাদক কারবারিরা অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মেরিনার্স রোডস্থ ওমর আলী স-মিলের বিপরীতে চাক্তাই খালের প্রবেশ মুখে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ২জন মাদক বিক্রেতাকে আটক করতে সক্ষম হই। এসময় তাদের সাথে থাকা ১৪ কেজি গাঁজা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের আটককৃতরা কুমিল্লা জেলা থেকে গাঁজা কিনে চট্টগ্রামে অধিক মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল বলে স্বীকার করে।

আটককৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।

আরও পড়ুন