২৯ অক্টোবর ২০২৫

২৪ ভরি স্বর্ণালঙ্কার, ইয়াবা ও অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি

টেকনাফের শাপলাপুর-হোয়াইক্যং এলাকায় ২৪ ভরি স্বর্ণালঙ্কার ও ৪০০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক করেছে র‌্যাব। এ সময় বেশ কিছু নগদ টাকা, তিন রাউন্ড তাজা কার্তুজ ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব দাবি করেছে।

শনিবার (১৪ মার্চ) ভোর রাতে টেকনাফের শাপলাপুর-হোয়াইক্যংয়ের জনৈক আবু তাহেরের সুপারি বাগান এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক রোহিঙ্গা মো. শরীফ হোসেন (২২) কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প নং ডি-৪ এর বাসিন্দা মো. সিদ্দিকের ছেলে।

র‌্যাপিড এ্যাকশান ব্যাটেলিয়ন (র‌্যাব)-১৫ এর সহকারি পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, অস্ত্র ও মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশে একদল লোক টেকনাফের শাপলাপুর-হোয়াইক্যংয়ের জনৈক আবু তাহেরের সুপারি বাগানে অবস্থান করছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে ২৪ ভরি স্বর্ণালঙ্কার ও ৪০০০ ইয়াবাসহ রোহিঙ্গা যুবক শরীফকে আটক করা হয়। এ সময় বেশ কিছু নগদ টাকা, তিন রাউন্ড তাজা কার্তুজ ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় পৃথক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও উল্লেখ করেন র‌্যাব-১৫ এর সহকারি পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন