২৭ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে একদিনে ৬৬ জনের করোনা শনাক্ত

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৯৩৭টি নমুনা পরীক্ষা করে ৬৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৭ দশমিক শূন্য ৪ শতাংশ।

সোমবার (২৭ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

তথ্য অনুযায়ী, অ্যান্টিজেন টেস্ট সহ চট্টগ্রামের ১২টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৫৪ জন মহানগর এলাকার এবং ১২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১২ জন।

এর মধ্যে মহানগর এলাকায় ৯২ হাজার ৪৪৯জন এবং উপজেলায় ৩৪ হাজার ৫৬৩ জন। এছাড়া মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৬২ জনের মধ্যে ৭৩৪ জন মহানগর এবং ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ