২৭ অক্টোবর ২০২৫

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌকা-জালসহ গ্রেফতার ৭

আনোয়ারা প্রতিনিধি »

সরকারের ঘোষিত সাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা অমান্য করায় দুটি নৌকা ও ১৬টি জালসহ ৭ জনকে গ্রেফতার করেছে আনোয়ারা উপকূলের নৌ পুলিশ। গ্রেফতারদের মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

শনিবার (২৫ জুন) রায়পুর ইউনিয়নের খুইল্ল্যা মিয়া মাঝির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তাররা হলো— মাইনুদ্দীন (২৭), মোহাম্মদ সেলিম (৩৪), শাহজাহান (৩৫), রফিক উদ্দীন (২৭), মোহাম্মদ হারেস (২৩), হামিদ হোসেন (৪০) ও সৈয়দুল করিম (২২)।

গহিরা-বার আওয়ালিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাছির উদ্দীন জানান, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে সাত জেলে কে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের কাছ থেকে দুইটি ইঞ্জিন চালিত নৌকা ও ১৬টি নিষিদ্ধ পেকুয়া জাল যার বাজার মূল্য ৫ লাখ ৬০ হাজার টাকা। এসময় মাছ মজুদের জন্য রাখা ৬০টি বরফের টুকরো ধ্বংস করা হয়।

আনোয়ারা উপজেলা সিনিয়র মৎস্যকর্মকর্তা রাশিদুল হক বলেন, ২০২২ সালের ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সরকার সমুদ্রে মৎস্য আহরণের উপর নিষেধাজ্ঞা রয়েছে। তাই এ সময়ে সাগরে মাছ ধরা আইনত অপরাধ।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ