চট্টগ্রামে পৃথক দুই অভিযানে ১৯৭ বোতল ফেন্সিডিল ও ৫ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭।
শুক্রবার (২৪ জুন) নগরীর কোতোয়ালী থানার পুরাতন রেলস্টেশন এবং রোববার (২৬ জুন) সীতাকুণ্ডের ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ২ জন হলেন- বন্দর থানার মৃত হামিদুল হকের ছেলে আরিফুল হক (৩৬) এবং কসবা থানার কুটিজাজিয়ার এলাকার মৃত আজিজের ছেলে মো. রুবেল (৪০)।
বষিয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সনিয়ির সহকারী পরচিালক মো. নূরুল আবছার। তিনি জানান, কুখ্যাত মাদক কারবারি আরিফুল হকের কাঁধে ও হাতে থাকা ২টি ব্যাগের ভেতর থেকে মোট ১৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, সে দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশে বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকার মাদক সেবী এবং মাদক বিক্রেতাদের নিকট খুচরা ও পাইকারি বিক্রয় করতো।
অপর দিকে আসামি মো. রুবেলের হেফাজতে থাকা একটি ট্রাভেল ব্যাগের ভেতর থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব।
জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ধরে নেশা জাতীয় মাদকদ্রব্য (গাঁজা) ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে চট্টগ্রাম শহরের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট খুচরা ও পাইকারি বিক্রি করতো।
আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।













