২৭ অক্টোবর ২০২৫

আমি খুকিই রয়ে গেলাম: ঋতাভরী

বিনোদন ডেস্ক »

টালিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর জন্য বিশেষ দিন ছিল ২৬ জুন। নব্বই দশকের এ দিনে পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছিলেন তিনি। বিশেষ দিনটি কীভাবে সাজিয়েছিলেন? এ প্রশ্নের উত্তর জানিয়েছেন ঋতাভরী নিজেই।

ছোটবেলা থেকেই জন্মদিন মানে ঋতাভরীর বাড়িতে বাড়তি আনন্দ। ভারতীয় সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন এ অভিনেত্রী। আনন্দের পাশাপাশি নিজের জীবনের কঠিন সময়ের কথাগুলোও শেয়ার করেছেন ঋতাভরী।

মাত্র চার বছর বয়সে ঋতাভরীর বাবা-মায়ের বিচ্ছেদ হয়। শত কষ্ট হলেও তার জন্মদিন আয়োজন করতেন মা। নিজের সামর্থ অনুযায়ী বিশেষ দিনটিকে সাজিয়ে তুলতেন।

এবারের জন্মদিন ভিন্ন থিমে করেছেন ঋতাভরী। নব্বইয়ের দশকের জন্ম নেওয়া এ অভিনেত্রীর এবারের জন্মদিনের থিম ছিল ‘নাইনটিজ কিড’। নব্বইয়ের সব গান দিয়ে শুরু হয়েছিল পার্টি, আর শেষ হয়েছিল ‘সাত সমন্দর’ দিয়ে।

জন্মদিনে আগতদের জন্য ছিল উপহার। খাবারের মেনুতে ছিল মাটন। ঋতাভরী মনে করেন, বয়স ততই বাড়ছে, বুড়ি হওয়ার দিকে ততই এগিয়ে যাচ্ছেন। কিন্তু মনে তিনি এখনো খুকিই আছেন। ঋতাভরীর ভাষায়, ‘মনে আমি সেই খুকিই রয়ে গেলাম। আমার বোধহয় আর বড় হওয়া হল না!’

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ