বাংলাধারা প্রতিবেদক »
ভগ্নিপতির প্রায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা দুই মামলায় সঙ্গীতশিল্পী আব্দুল মান্নান রানা (৬৫) নামে এক কণ্ঠশিল্পীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২৭ জুন) চট্টগ্রামের চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ আফরোজা জেসমিন কলির আদালত এ রায় দেন।
আব্দুল মান্নান রানা নগরের বন্দর থানার মধ্যম গোসাইলডাঙ্গা আব্দুল আজিজের ছেলে। তিনি আশি ও নব্বইয়ের দশকের তারকা সঙ্গীতশিল্পী। চলচ্চিত্রের বিভিন্ন গানে কণ্ঠ দিয়ে তিনি ভক্তদের কাছে জনপ্রিয় হয়েছিলেন। তৈরি পোশাক ব্যবসায়ী হিসেবেও তার পরিচিতি আছে।
জানা যায়, নগরের কোতোয়ালী থানার চৈতন্য গলি জিন্নাহ পাড়ার আবদুল্লাহ আল হারুন চেক জালিয়াতি ও প্রতারণার অভিযোগে আব্দুল মান্নান রানার বিরুদ্ধে দুইটি মামলা করেন ২০১৪ সালে। একটি চেকে ৯৪ লাখ ৮৯ হাজার ৮২৯ টাকা, অন্য একটি চেকে ৯৪ লাখ টাকা অপর্যাপ্ত তহবিলের কারণে ডিজঅনার হয়। পরে রানার বিরুদ্ধে আইনজীবীর মাধ্যমে আইনি নোটিশ পাঠান। নোটিশ পাওয়ার পরও আসামি চেকের টাকা পরিশোধ না করায় আদালতে মামলা দায়ের করা হয়।
বাদী পক্ষের আইনজীবী তপন কুমার দাশ বলেন, ‘প্রায় ২ কোটি টাকার চেক প্রতারণা ও আত্মসাতের মামলায় সঙ্গীতশিল্পী আব্দুল মান্নান রানাকে পৃথক দুই মামলায় এক বছর করে মোট দুই বছরের কারাদণ্ড ও চেকের সম পরিমাণ অর্থদণ্ডের আদেশ দিয়েছেন। রায়ের সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।’













