বিপুল উৎসাহ উদ্দীপনায় খাগড়াছড়ি ২৯৮ নং আসনে আওয়ামীলীগ, জাপা, তৃণমূলসহ ৬ জন প্রার্থী মনোনয়ন নিয়েছেন। আওয়ামীলীগের প্রার্থী হিসেবে মনোনয়ন নেন করেন কুজেন্দ্র লাল ত্রিপুরা। এছাড়াও একই দলের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছেন জেলা আ’লীগের সহ সভাপতি সমীর দত্ত চাকমা, জাতীয় পার্টি থেকে মিথিলা রোয়াজা, তৃণমূল বিএনপি থেকে উশেপ্রু মারমা, ন্যাপ থেকে মো. মোস্তফা ও কেন্দ্রীয় কিশোর ফ্রন্টের সাধারণ সম্পাদক মো. হোসেন।
এদিকে বুধবার দুপুর ২টায় মনোনয়ন দাখিল করেছেন আওয়ামী লীগ প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা । আনন্দ উচ্ছ্বাসের সাথে নেতাকর্মীদের নিয়ে জেলা প্রশাসনের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানের হাতে মনোনয়ন দাখিল করেন।
এ সময় রিটার্নিং কর্মকর্তা আচরণ বিধি মানার যে সকল নির্দেশিকা আছে তা মেনে নির্বাচনী কর্মকান্ড করতে আহবান জানান।
মনোনয়ন দাখিল শেষে কুজেন্দ্র লাল ত্রিপুরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, খাগড়াছড়ি আসনের জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। এখন নেতাকর্মীরা সুসংগঠিত হয়ে জনগণকে সাথে নিয়ে নৌকার বিজয়ে কাজ করার আহবান জানান। জয়ের ব্যাপারেও শতভাগ আশাবাদী কুজেন্দ্র লাল ত্রিপুরা।