চট্টগ্রাম ১৩ (আনোয়ারা কর্ণফুলী)আসনের আওয়ামী লীগের মনোনীত (নৌকা)প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সহধর্মিণী রুকমিলা জামান চৌধুরী বলেন, আপনাদের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ আনোয়ারা কর্ণফুলী মানুষের জন্য কি করেছে সেটা আজকে সব জায়গায় দৃশ্যমান,কি ছিলো কর্ণফুলী দৃশ্য আর এখন কোথায় এসে দাড়িয়েছে সেটা আমার চেয়ে আপনারা ভালো জানান কারণ মন্ত্রী মহোদয় এলাকায় যা করেছে, যত উন্নয়ন করেছে সব আপনাদের জন্য,সুতরাং এই সব কিছু বিবেচনা করে আপনারা কারও কথায় কান না দিয়ে আগামী ৭ই জানুয়ারি কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিয়ে আবারও আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন।
রবিবার (৩১ডিসেম্বর) বিকালে উপজেলার শিকলবাহা সিডিএরটেক এলাকায় বকুল বাংলোতে আয়োজিত নারী সমাবেশে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর্ণফুলী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডা. ফারহানা মমতাজের সভাপতিত্বে ও আবদুল খালেক জুয়েলের সঞ্চালনায় নারী সমাবেশে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি সাবেক এমপি চেমন আরা তৈয়ব, ভূমিমন্ত্রীর বোন রোকসানা জামান চৌধুরী, আফরোজা জামান চৌধুরী, ভূমিমন্ত্রীর কন্যা জেবা জামান চৌধুরী ও জেরিন জামান চৌধুরী প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক সেকান্দার রানা।













