চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ইদ্রিস মিয়াকে আহ্বায়ক এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লায়ন হেলাল উদ্দিনকে সদস্য সচিব করে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আংশিক আহ্বয়াক কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার (২ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।
কমিটিতে বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আলী আব্বাসকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক যুগ্ম আহ্বায়ক লেয়াকত আলীকে আবারও যুগ্ম আহ্বায়ক এবং দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সভাপতি প্রয়াত জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে যুগ্ম আহ্বায়ক করা হয়।
কমিটিতে অধিকাংশ ত্যাগী নির্যাতিত যোগ্য ব্যক্তিদের নিয়ে কমিটি হওয়ায় তৃণমূল নেতা কর্মীদের মধ্যে কমিটি ঘোষণা করার সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দনের জোয়ারে ভাসতে থাকে। অনেকে দীর্ঘদিন আটকে থাকা কমিটি প্রকাশ হওয়ায় উল্লাস প্রকাশ করেছে। তবে যুগ্ম আহ্বায়কের মধ্যে বারবার কারা নির্যাতিত জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক লিয়াকত আলী নাকি ভুলে লিয়াকত হোসেন এ নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হওয়ার মত লিয়াকত হোসেন নামে কোন ব্যক্তি নাই লিয়াকত আলীর নাম ভুলে ক্রমে লিয়াকত হোসেন লেখা হয়েছে বলেও একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।













