২৩ অক্টোবর ২০২৫

ত্রয়োদশ সংসদ নির্বাচন

চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন পারভেজ সাজ্জাদ

জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য পদে প্রার্থী হচ্ছেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আমেরিকা প্রবাসী পারভেজ সাজ্জাদ।

পারভেজ সাজ্জাদ মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের বাঁশখালী গ্রামের মৃত আমিনুল হক ভূঁইয়ার সন্তান।

প্রতিষ্ঠিত এই রাজনৈতিক নেতা ও বিশাল হৃদয়ের অধিকারী মানুষটি প্রায় আড়াই দশকের প্রবাসী জীবনে এক মুহূর্তের জন্য ভুলে যাননি জন্মস্থানের কথা। ভুলে যাননি ছাত্র রাজনৈতিক জীবনের সহযোদ্ধাদের কথাও। যে যেখানেই থাক, বিপদের কথা শুনলেই হাজার হাজার মাইল দূরে থেকেও পাশে থেকেছেন অনেকের।

প্রবাসে থাকলেও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের কাছে পারভেজ সাজ্জাদ একটি প্রিয় নাম। নিজস্ব ব্যক্তিত্বের কারণে দেশে-বিদেশে সুনাম কুড়িয়েছেন খুব অল্প সময়ের ব্যবধানে। যেকোনো সংকটময় মুহূর্তে মানবতার ফেরিওয়ালা হয়ে কাজ করেন মানুষের জন্য।

মহামারী করোনার থাবায় যখন গোটা বিশ্ব কাঁপছিল, লকডাউনের কারণে খেটে খাওয়া মানুষগুলো অভুক্ত রাত্রি যাপন করতেন, তখন বসে থাকতে পারেননি তিনি। বিশ্বস্ত লোকদের দিয়ে মিরসরাই উপজেলার অনেক পরিবারকে তিনি খাদ্যসামগ্রী দিয়েছেন।

পারভেজ সাজ্জাদ বলেন, মানুষ মানুষের জন্য মানুষের বিপদের সময় পাশে থেকে সহযোগিতা করাই মানুষের ধর্ম। সমাজের প্রতিষ্ঠিতরা সাধারণ মানুষের বিপদে-আপদে, সমস্যা-সংকটে ছুটে এসে সাহায্য করবে এমন প্রত্যাশা মানুষ মাত্রই করে থাকে। শুধু তাই নয়, মানব জীবনের সম্পূর্ণতা আর তৃপ্তির জন্য সমাজের অসহায়-পীড়িতদের জন্য কিছু করা দরকার।

আমাদের সবারই সুযোগ রয়েছে মানবসেবায় নিজেকে নিয়োজিত করে স্বেচ্ছাসেবী হিসেবে নিজেকে গড়ে তোলার। আমি, আপনি এভাবেই এগিয়ে আসতে পারি সকলেই। দাঁড়াতে পারি বিপদে মানুষের পাশে।

মোবাইল ফোনে আমাদের প্রতিবেদকের সঙ্গে কথা হয় মানবতাবাদী পারভেজ সাজ্জাদের। তিনি আরও বলেন, একজন মানুষ আমি। সৃষ্টির সেরা জীব হিসেবে সমাজে আমাদের প্রতিটি মানুষের কিছু দায়িত্ব থাকে; সেই দায়িত্ববোধের জায়গা থেকেই আমি কাজ করছি।

সমাজে অনেক প্রতিষ্ঠিত মানুষ আছে, তারা যদি সরকারের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ান তবে কোনো মানুষ ক্ষুধার্ত থাকবে না।

তিনি আরও বলেন, কারো সমালোচনা না করে দায়িত্ব পালন করলেই সমাজের পরিবর্তন আসবে। প্রতিবেশীকে ক্ষুধার্ত রেখে নিজের পেট পুরে খাওয়া আমাদের ধর্ম সমর্থন করেনি। তাই দায়িত্ব পালন করছি মাত্র।

অপর এক প্রশ্নের জবাবে সমাজসেবক পারভেজ সাজ্জাদ বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শে ছাত্রজীবন থেকে কাজ করছি।

দলের কাছে মনোনয়ন চাইবো, যদি দল আমাকে যোগ্য মনে করে তবে বাকিটা জীবন মানুষের সেবায় কাজ করে যাবো। শিগগিরই তিনি মানুষের সেবা করতে দেশে ফিরবেন বলেও জানান তিনি।

আরও পড়ুন