১ নভেম্বর ২০২৫

তিন দিনেও খোঁজ মিলল না ছোট্ট শিশু তোহামনির

বাংলাধারা ডেস্ক »

রাজধানীর কদমতলী সড়কে ডিএনডি খালে পড়ে নিখোঁজ হওয়া শিশু তোহামনি ওরফে আশামনিকে মঙ্গলবার (৪ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা পর্যন্ত উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস। আলোর স্বল্পতার কারণে স্থগিত হওয়া উদ্ধার কাজ আবারও বুধবার সকালে থেকে শুরু করবে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিখোঁজ ওই শিশুকে দ্রুত উদ্ধারের দাবিতে মেরাজনগর-মোহাম্মদবাগ খালের কালভার্ট ব্রিজের পাশে মঙ্গলবার বেলা ১১ থেকে একঘণ্টা মানববন্ধন কর্মসূচি পালন করেছে ফারহা মডেল স্কুল, এইচ ইউসুফ মেমোরিয়াল স্কুলের শিক্ষার্থীসহ এলাকার ছোট শিশু, স্থানীয় কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যসহ বাসিন্দারা। কর্মসূচিতে অংশ নেন আশামনির বাবা এরশাদ, মা তানিয়া ও চাচা বিল্লাল হোসেন।

শিশুটির বাবা-মা বলেন, আমাদের আশামনিকে কি শেষ দেখা দেখতে পারব না? আমরা সিটি কর্পোরেশনের আকাশ কুমার ভৌমিক ছাড়া উদ্ধার অভিযানে অন্য কারও সহযোগিতা পাইনি। এ ব্যাপারে আমরা প্রধানমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।

শিক্ষার্থীরা বলেন, খালে পড়ে যাওয়ার পর থেকে মঙ্গলবার পর্যন্ত আশামনির সন্ধান মেলেনি। এই আধুনিক যুগে ফায়ার সার্ভিস সদর দফতরের লোকজন এ উদ্ধার কাজটি করতে পারেনি।

ডিএসসিসির ৫৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক বলেন, খালে প্রচুর ময়লা থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। রোববার থেকে ফায়ার সার্ভিসের সঙ্গে নিজস্ব অর্থায়নে শ্রমিক নিয়োগ করে খালের ময়লা পরিষ্কার ও শিশু উদ্ধার কাজ চালানো হচ্ছে।

শনিবার বিকেলে অন্য শিশুদের সঙ্গে খেলার সময় খালে পড়ে যায় তোহামনি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ