বাংলাধারা প্রতিবেদন »
করোনাভাইরাস পরীক্ষায় চট্টগ্রামের বিটিআইডিতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রয়োজনীয় কিটও আগামীকালের মধ্যে চট্টগ্রামে এসে পৌঁছাবে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে আক্রান্ত রোগীদের রাখার ব্যবস্থা করা হয়েছে।
শনিবার (২১ মার্চ) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আমরা চট্টগ্রামের আশঙ্কাজনক ব্যক্তিদের নমুনা সংরক্ষণ করে ঢাকায় আইইডিসিআরে পাঠাচ্ছি। আজও দুইজনের পাঠালাম। সেখানে ল্যাবরেটরি টেস্ট হবে। আর এরপরই আমাদের এখানে পরীক্ষা শুরু হবে।
উল্লেখ্য, সারাদেশে করোনা রোগে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছে দুইজন এবং ভাইরাস পাওয়া গেছে ২৪ জনের মধ্যে।
বাংলাধারা/এফএস/টিএম












