বাংলাধারা প্রতিবেদন »
মিরসরাইয় উপজেলার অন্যতম সেচ্ছাসেবী সংঠন ‘প্রজন্ম মিরসরাই’র নব কার্যকরী কমিটি গঠিত হয়েছে। এতে জাহিদুল ইসলামকে সভাপতি ও সাজেদুল করিম আসাদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শনিবার (২১ মার্চ) সংগঠনের নির্বাহী পরিচালক সাক্ষরিত বিবৃতিতে নব গঠিত কমিটির অনুমোদন দেওয়া হয়। আগামী ১ বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
৩৯ সদস্য বিশিষ্ট সমন্বয়ক এই কমিটিতে জুয়েল দাশ কে সহ-সভাপতি মর্যাদায় প্রধান সমন্বয় করা হয়। এছাড়াও কামরুল ইসলাম এবং নয়ন দাশকে সাংগঠনিক পদ মর্যাদায় সহ-সমন্বয়ক হিসেবে মনোনীত করা হয়।
বাংলাধারা/এফএস/টিএম













