২৮ অক্টোবর ২০২৫

দেশেই তৈরি হবে বিশ্বমানের ভেন্টিলেটর

বাংলাধারা ডেস্ক »  

করোনাভাইরাসের (কভিড-১৯) ছোবলে ক্ষতবিক্ষত গোটাবিশ্ব। এখন মৃত্যু গোনা হচ্ছে মিনিটের কাঁটা ধরে। হাসপাতালে রোগীর চাপ বাড়তে থাকায় ভেন্টিলেটর সেবা বাড়াতে কী করা যায়, সে উপায়ই খুঁজছে এখন সব দেশ। আক্রান্ত রোগীদের বাঁচাতে পৃথিবীজুড়েই তাই ভেন্টিলেটর নিয়ে হাহাকার চলছে। এই ‘লাইফ সেভিং ডিভাইস’ নিয়ে আমেরিকা-ইউরোপের মতো উন্নত দেশগুলোও পড়েছে গভীর সংকটে। করোনা আক্রান্ত বেড়ে গেলে বাংলাদেশেও পড়তে পারে ভেন্টিলেটর সংকটে। তাই উচ্চ প্রযুক্তির এই মেডিক্যাল ডিভাইসের পেটেন্ট, সফটওয়্যার, সোর্সকোর্ডসহ সব সহায়তা দিয়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ বংশোদ্ভূত ওমর ইশরাক। যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টেল করপোরেশন এবং ‘মেডট্রনিক’-এর চেয়ারম্যান তিনি।

এমআইএসটি এরই মধ্যে এটি তৈরির জন্য আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে প্রয়োজনীয় অনুমতি পেয়েছে। আগামী চার এপ্রিল থেকে ঢাকায় অবস্থিত সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এটির ক্লিনিক্যাল টেস্ট শুরু হবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটি) জানিয়েছে, দেশে তৈরির ফলে এর দাম যেমন কমবে, তেমনি অভ্যন্তরীন চাহিদা পূরণ করে রফতানিও করা যাবে।  

এ ব্যাপারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক বলেন, ‘পরিস্থিতি যদি খারাপের দিকে যায় তখন আমাদের ভেন্টিলেটর খুবই প্রয়োজন হবে। বাংলাদেশেরই কৃতী সন্তান ওমর ইশরাকের আগ্রহ ও সহযোগিতায় মেডট্রনিকের ভেন্টিলেটরের ডিজাইনিং, সোর্স কোর্ডসহ সব কিছু তথ্য-প্রযুক্তি বিভাগ গ্রহণ করেছে। ওনার পেটেন্ট উন্মুক্ত করে দিয়েছেন। টেসলা, ফোর্ডের মতো কোম্পানি ভেন্টিলেটর উৎপাদনে গিয়েছে। আমরা মেডট্রনিকের সহায়তায় দেশে ওয়ালটনসহ ডিজিটাল ডিভাইস নির্মাতা কোম্পানিগুলোর সহায়তায় শিগগিরই এটি তৈরি করতে পারব।’

তিনি আরো বলেন, ‘ভেন্টিলেটর তৈরিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়াও এফডিএস এবং ইউএর সার্টিফিকেশনের দরকার হয়, যেটি মেডট্রনিকের আছে। এতে আমাদের স্থানীয় উদ্ভাবকদের সক্ষমতা বাড়বে। ইলেকট্রনিক সামগ্রী তৈরির জন্য যেসব সক্ষমতা দরকার হয় তা ওয়ালটনসহ আরো অনেকের আছে। আমরা সবাইকে সঙ্গে নিয়ে এটি উৎপাদন ও রপ্তানি করতে চাই। মেডট্রনিকের সঙ্গে দেশীয় প্রতিষ্ঠানগুলোরও আলোচনা হয়েছে। হায়দরাবাদে প্রতিষ্ঠানটির স্থানীয় অফিস থেকে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন