২৯ অক্টোবর ২০২৫

ঢাকা ছেড়েছেন ৭৮০ ব্রিটিশ নাগরিকে

বাংলাধারা ডেস্ক »

করোনাভাইরাস সংক্রমণের মধ্যে বাংলাদেশে ভ্রমণে এসে আটকা পড়া যুক্তরাজ্যের আরও ১৬৮ জন নাগরিক বিশেষ একটি ফ্লাইটে ঢাকা ছেড়েছেন। এটি যুক্তরাজ্যের নাগরিকদের ঢাকা ছাড়ার চতুর্থ ফ্লাইট ছিল। এ নিয়ে মোট চারটি বিশেষ ফ্লাইটে যুক্তরাজ্যের ৭৮০ জন নাগরিক ঢাকা ছেড়েছেন।

ঢাকাস্থ যুক্তরাজ্যের দূতাবাসের এক কর্মকর্তা তথ্যটি নিশ্চিত করেছেন।

দূতাবাসের এই কর্মকর্তা জানান, রবিবার বিকাল সাড়ে ৩টার পর যুক্তরাজ্যের ১৬৮ নাগরিক একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে ঢাকা ছেড়েছেন।

এদিকে আজ দূতাবাস সূত্রে জানা গেছে, আগামীতে ব্রিটিশ পর্যটকদের দেশে ফেরাতে আরও পাঁচটি বিশেষ চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছে ঢাকাস্থ দেশটির দূতাবাস।

ফ্লাইটগুলো যথাক্রমে ২৯ এপ্রিল এবং ১, ৩, ৫ ও ৭ মে ঢাকা ছেড়ে যাবে।

দূতাবাস সূত্রে জানা যায়, যুক্তরাজ্যের যেসব নাগরিক ঢাকা ছাড়বেন তারা বর্তমানে সিলেট অবস্থান করছেন। তাই এসব নাগরিককে সিলেট থেকে ঢাকা ফিরিয়ে সেখান থেকে দেশের উদ্দেশে পাঠানো হবে।

গত ২১ এপ্রিল প্রথম একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে যুক্তরাজ্য তাদের ২৬৪ জন নাগরিককে দেশে ফেরার সুযোগ করে দেয়। এরপর দেশটি গত ২৩ এপ্রিল আরও ১৭৭ নাগরিক বিশেষ ফ্লাইটে দেশে ফেরার সুযোগ করে দেয়। সর্বশেষ গতকাল ২৫ এপ্রিল বিশেষ ফ্লাইটে ১৭১ নাগরিককে দেশে ফেরার সুযোগ করে দেয়। সূত্র : ঢাকা টাইমস

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন