বাংলাধারা প্রতিবেদন »
নগরীতে আইসিইউ না পেয়ে আবারও রোগী মারা যাওয়ার ঘটনা ঘটেছে। রোববার (১৯ জুলাই) রাত ১০ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মাকসুদুর রহমান টুটুল (৩৫) নামে এই ব্যক্তি মারা যান।
মাকসুদুর রহমান টুটুল বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় বলে জানা যায়। মৃত টুটুল এক কন্যা সন্তানের জনক।
জানা গেছে, রোববার (১৯ জুলাই) সন্ধ্যা ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ৪ ঘন্টা ধরে চট্টগ্রাম নগরীর ৫ টি হাসপাতালে ছুটেও কোন চিকিৎসা মেলেনি তার। এজমার সমস্যা নিয়ে ফেনী থেকে চট্টগ্রাম আসা টুটুলকে প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল নগরীর রয়েল হাসপাতালে। সেখানে জরুরি বিভাগের ডাক্তার তার অক্সিজেন স্যাচুরেশন মেপে জানিয়েছিলেন টুটুলের আইসিইউ দরকার। তবে রয়েল হাসপাতাল থেকে সাফ জানিয়ে দেয়া হয় তাদের কোন আইসিইউ খালি নেই।
এরপর ৪ ঘন্টা ধরে একে একে মা ও শিশু হাসপাতাল, ম্যাক্স হাসপাতাল, সিএসসিআর ও ট্রিটমেন্ট হাসপাতালে পাগলের মতো ছুটলেও একটি আইসিইউ যোগাড় করতে পারেননি টুটুলের পরিবারের সদস্যরা।
ফেনী থেকে এজমার চিকিৎসার জন্য চট্টগ্রাম ছুটে আসা টুটুল শুধু চিকিৎসা পেয়েছিলেন রয়েল হাসপাতালে অক্সিমিটারে অক্সিজেন স্যাচুরেশন মাপাটাই।
পরে অবস্থার আরও গুরুতর অবনতি ঘটলে টুটুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তবে চমেক হাসপাতালে শুরুতেই যোগাযোগ করলেও সেখানেও কোন আইসিইউ খালি নেই বলে জানানো হয়েছিল টুটুলের পরিবারকে।
টুটুলের ছোট ভাই মিটুল চৌধুরী বলেন, সরকারিভাবে বলা হচ্ছিল চট্টগ্রামে অনেক সিট খালি। অনেক আইসিইউ খালি। এর মধ্যে আজ আমার ভাই বিনা চিকিৎসায় মারা গেল। আমরা ৪ ঘন্টা ধরে হাসপাতাল থেকে হাসপাতাল ছুটেছি কিন্তু কোন চিকিৎসা পাইনি।
এর আগেও চট্টগ্রাম নগরীর বেসরকারি হাসপাতালগুলো শয্যা খালি নেই বলে ফিরিয়ে দেওয়ায় এমন মৃত্যুর ঘটনা ঘটেছিল।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













