২৯ অক্টোবর ২০২৫

কাজে গতিশীলতা ফেরাতে চসিকের ২৪ রাজস্ব কর্মকর্তা-কর্মচারীকে বদলি

বাংলাধারা প্রতিবেদন >>

রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা অর্জন ও কাজে গতিশীলতা ফেরাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে (চসিক) একযোগে রাজস্ব বিভাগের ২৪ জন কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়েছে। চসিকে এটিই বড় রদবদল।

চসিক সচিব আবু শাহেদ চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়। রাতে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা বিষয়টি নিশ্চিত করেছেন।

বদলি হওয়াদের মধ্যে রয়েছেন- আটটি রাজস্ব সার্কেলের আটজন কর কর্মকর্তা (কর), চারজন কর কর্মকর্তা (লাইসেন্স), তিনজন উপ-কর কর্মকর্তা ও ছয়জন কর আদায়াকারী।

বদলি ব্যক্তিদের রাজস্ব বিভাগের অন্য সার্কেলে বদলি করে ১৬ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ৬ আগস্ট থেকে চসিক প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন