ksrm-ads

১৬ মার্চ ২০২৫

ksrm-ads

আগামী ৯ এপ্রিল পালিত হবে পবিত্র শবে বরাত

বাংলাধারা প্রতিবেদন »  

বাংলাদেশের আকাশে গতকাল কোথাও ১৪৪১ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার পবিত্র রজব মাস ৩০ দিন পূর্ণ হবে। শুক্রবার থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে। আগামী ৯ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে।

বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমস্থ সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আনিস মাহমুদ।

সভায় তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজান উল আলম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু.আ.হামিদ জমাদ্দার, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলাম, বাংলাদেশ ওয়াকফ উপ প্রশাসক (প্রশাসন ভারপ্রাপ্ত) এস.এম. হুমায়ুন কবির সরকার, ঢাকা জেলার সিনিয়র সহকারি কমিশনার হাসান মারুফ, উপ প্রধান তথ্য কর্মকর্তা মুহাম্মদ সাইফুল্লাহসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ