ksrm-ads

২৫ মার্চ ২০২৫

ksrm-ads

আগ্রাবাদে ড্রেনে পড়ে কলেজছাত্রী নিখোঁজ, চলছে উদ্ধার কাজ

বাংলাধারা প্রতিবেদন»

নগরীর আগ্রাবাদের বাদমতলী এলাকায় ড্রেনে পড়ে সাদিয়া (২০) নামে এক কলেজ ছাত্রী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ সাদিয়া (২০) নগরীর সদরঘাট ইসলামীয়া ডিগ্রী কলেজের ছাত্রী বলে জানা গেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার পর আগ্রাবাদ বাদামতলী মাজারের সামনে রাস্তার নালা পাশ দিয়ে হেঁটে বাসায় যাওয়ার সময় অসাবধানতাবসত নালায় পড়ে ময়লা আবর্জনার মধ্যে ডুৃবে যায় ওই তরুণী।

খবর পেয়ে আগ্রবাদ স্টেশন থেকে ফায়ার সার্ভিসের একটি উদ্ধার তৎপরতা শুরু করেছে।

বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নিউটন চাকমা বলেন, রাতে আগ্রবাদ মাজার গেইটের পাশের ড্রেনে একটা ২০ বছরের কিশোরী পড়ে যায়। এমন খবর পেয়ে সাথে সাথে আমাদের উদ্ধার টিম ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে।

জানা যায়, রাতে তার মামার সাথে চশমা কিনতে বাদামতলী এলাকায় আসে সাদিয়া । রাত ১০টার দিকে বাসায় ফেরার সময় হঠাৎ নালায় পড়ে যায় সে।  এসময় তার মামা সাথে সাথে নালায় ঝাপিয়ে পড়ে সাদিয়াকে উদ্ধারের করতে কিন্তু মুহূর্তেই ময়লা অবর্জনার মধ্যে ডুবে নিখোঁজ হয়ে যায় সে।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন