ksrm-ads

১৯ এপ্রিল ২০২৫

ksrm-ads

একযোগে কাজ করবে বিজিএমইএ ও কাস্টমস-বন্ড কমিশনারেট

বাংলাধারা প্রতিবেদন  »

বর্তমানে বিশ্বব্যাপী করোনা ভাইরাসজনিত উদ্ভুত পরিস্থিতিতে বাংলাদেশের তৈরী পোশাক শিল্পে চরম বিপর্যয়ের মুখে বন্ধ হয়ে গেছে অনেক কারখানা, ক্রেতারা অর্ডার বাতিল / স্থগিত করেছেন।

চট্টগ্রামে বন্দর এবং কাস্টমস সুবিধায় তুলনামূলক ভাবে খরচ কম হলেও অন্যান্য অবকাঠামোগত সমস্যার কারণে চট্টগ্রামের পোশাক শিল্প বর্তমানে খুবই নাজুক অবস্থায় রয়েছে।

বর্তমানে মিরসরাই ও আনোয়ারায় অর্থনৈতিক অঞ্চল, কর্ণফুলি টানেল সহ বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকান্ডে ধারাবাহিকতায় বিদেশী বিনিয়োগ সহ নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠছে। এক্ষেত্রে কাস্টমস্ বন্ড কমিশনারেট কর্তৃক কার্যক্রম সহজীকরণ পূর্বক বিনিয়োগ ও রপ্তানী বৃদ্ধিকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) নব-নিযুক্ত কাস্টমস্ বন্ড কমিশনারেট, চট্টগ্রাম এর কমিশনার জনাব এ.কে.এম. মাহবুবুর রহমান এর সাথে বিজিএমইএ’র নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাতে উক্ত আশাবাদ ব্যক্ত করেন বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি জনাব মোহাম্মদ আবদুস সালাম।

কমিশনার এ.কে.এম. মাহবুবুর রহমান বলেন, জাতীয় অর্থনীতি ও আর্থসামাজিক উন্নয়ন সহ ব্যাপক কর্মসংস্থানে পোশাক শিল্পের অবদান অনস্বীকার্য। তিনি দেশীয় শিল্প হিসাবে পোশাক শিল্পে বর্তমান মন্দাবস্থা উত্তরণে বন্ড কমিশনারেট ও বিজিএমইএ ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং পোশাক শিল্পের বন্ড সংশ্লিষ্ট কার্যক্রম সহজীকরণ পূর্বক দ্রুত অনুমোদন প্রদান করা সহ পারস্পরিক আলোচনা ও সহযোগিতার ভিত্তিতে বিরাজমান সমস্যা সমূহ দ্রুত সমাধান করা হবে মর্মে অভিমত ব্যক্ত করেন।

সাক্ষাতকালে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বিজিএমইএ’র সহ-সভাপতি জনাব এ.এম. চৌধুরী সেলিম, পরিচালকবৃন্দ সর্বজনাব- অঞ্জন শেখর দাশ, মোহাম্মদ মুসা, এনামুল আজিজ চৌধুরী, প্রাক্তন পরিচালক ও কাস্টম বিষয়ক স্থায়ী কমিটি চেয়ারম্যান জনাব এমডি.এম. মহিউদ্দিন চৌধুরী। কাস্টমস্্ বন্ড কমিশনারেট এর পক্ষে- অতিঃ কমিশনার জনাব মাহফুজুল হক ভূঁইয়া ও সহকারী কমিশনার জনাব সন্তোষ সরেণ।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ