বাংলাধারা প্রতিবেদন »
হাটহাজারী উপজেলার ৬ নং ওয়ার্ডের সুবেদার পুকুর পাড় মরা ছড়া খাল এলাকায় দখলকৃত খাল ভরাট করে পাকা স্থাপনা নির্মাণ করে স্থানীয়রা। সেই জায়গা উচ্ছেদ করে আবার খাল খনন করার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। রবিবার (২৫ মে) সকালে দখলকৃত জায়গা উদ্ধারে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
রুহুল আমিন বাংলাধারাকে বলেন, সুবেদার পুকুর পাড় মরা ছড়া খাল এলাকায় কোন এক কালে খাল ছিল। মৌজা ম্যাপেও খালের কথা উল্লেখ আছে। দীর্ঘ দিন আগে লোকজন খাল ভরাট করে বাড়িঘর বানিয়ে ফেলেছে। আমি সেটা উচ্ছেদ করে আবার খাল খনন করছি।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম