ksrm-ads

২৮ এপ্রিল ২০২৫

ksrm-ads

কাস্টমসের ২৫৩ কর্মকর্তা বদলি

বাংলাধারা ডেস্ক »

কাস্টমস বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা পদে বড় ধরনের রদবদল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

প্রতিষ্ঠানটির কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের ২৫৩ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে একযোগে বিভিন্ন দফতরে বদলি করা হয়েছে। দেশের রাজস্ব খাতে গতিশীলতা ফেরাতে এনবিআর থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) এনবিআরের দ্বিতীয় সচিব মো. মাসুদ রানার সই করা পৃথক দুটি আদেশে একযোগে ২৫৩ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, যশোর ও বেনাপোলে কাস্টমসের বিভিন্ন দফতরে বদলি করা হয়। বদলির আদেশে তাদের ১০ নভেম্বরের মধ্যে কর্মস্থলে যোগদানের জন্য অনুরোধ করা হয়েছে। সূত্র : বাংলাট্রিবিউন

আরও পড়ুন