ksrm-ads

১৬ মার্চ ২০২৫

ksrm-ads

ঘর নির্মাণের জন্য চাঁদা না দেওয়ায় হুমকি, ২ চাঁদাবাজ ধরা

নিজস্ব প্রতিবেদক »

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় অভিযান চালিয়ে চাঁদাবাজ চক্রের মূলহোতাসহ দুই  জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র‍্যাব-৭।

বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে র‍্যান-৭ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার।

আটকরা হলেন- চাঁদাবাজি চক্রের মূলহোতা হাটহাজারী থানার দেওয়ান নগর এলাকার আহাদ মিয়ার পুত্র মো. তারেক (২১) এবং একই থানার অলীপুর এলাকার আলী আহম্মদের পুত্র মো. সাকিব (২১)।

র‍্যাব জানায় এর আগে একই অভিযোগে এই চাঁদাবাজ চক্রের গ্রুপের অন্য সদস্য মো. শামসু (২৪) এবং মো. মাসুদকে (২৫) আটক করা হয়েছিল। তারা দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজি ও ছিনতাই করে আসছে।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, ভুক্তভোগী ফজিলিতুন নাহার রিপা তার বাড়ি বালি দিয়ে ভরাট করে ঘর নির্মাণের কাজ করছিলেন। এলাকার চিহ্নিত চাঁদাবাজ মো. তারেক ও তার সহযোগীরা রিপার কাছ থেকে ঘর নির্মাণের অনুমতির জন্য ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে বালি ভরাট করতে দিবে না বলে হুমকিও দেয়।

তিনি বলেন, ‘এরপর ভুক্তভোগী বাধ্য হয়ে চাঁদাবাজ চক্রকে ১০ হাজার টাকা দেয় এবং তার বাড়িতে বালি ভরাট করে ঘর নির্মাণের কাজ শুরু করেন। গত ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে যখন ভুক্তভোগী দুই ট্রাক বালি নিয়ে তার নির্মাণাধীন বাড়ির সামনে পৌঁছায় ঠিক তখন ওই চাঁদাবাজ চক্র বালি আনলোড করতে বাধা দিয়ে আরও ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে।’

‘পরবর্তীতে আমাদের নিকট ভুক্তভোগী অভিযোগ করলে ওইদিন রাতেই দুই চাঁদাবাজকে আটক করি। কিন্তু সেসময় মূলহোতাসহ বাকিরা পালিয়ে যায়। এরপর গতকাল অভিযান চালিয়ে মূলহোতা তারেক ও তার সহযোগীকে হাটহাজারী থেকে আটক করি।’ যোগ করেন মো. নুরুল আবছার।

গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

বাংলাধারা/আরএইচআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ