ksrm-ads

২০ এপ্রিল ২০২৫

ksrm-ads

চবিতে ২য় দিনেও চলছে পদবঞ্চিতদের অবরোধ, অচল ক্যাম্পাস

চবি প্রতিনিধি »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পদ না পাওয়া একাংশের অনির্দিষ্টকালে অবরোধে দ্বিতীয় দিনেও অচল ক্যাম্পাস। দাবি না মানা পর্যন্ত অবরোধ চলবে বলে সোমবার সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন তারা।

মঙ্গলবার (২আগস্ট) সকাল ১০টার দিকে প্রধান ফটকে আবার তালা দিয়ে সেখানে অবস্থান নেন আন্দোলনকারীরা। কোনো শিক্ষক কিংবা স্টাফ বাস ক্যাম্পাস ছেড়ে যায়নি এবং শাটল ট্রেন বন্ধ রয়েছে।

এর আগে সোমবার বিকেল ৩টায় পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দেন পদবঞ্চিত নেতাকর্মীরা।

তাদের দাবিগুলো হলো-

১. মো. ইলিয়াসকে (অছাত্র, ইয়াবা ব্যবসায়ী ও টেন্ডার বাজ) বাংলাদেশ ছাত্রলীগ থেকে আজীবন বহিস্কার করতে হবে।
২. পূর্ণাঙ্গ কমিটি বর্ধিত করতে হবে।
৩. সকল অছাত্র, শিবির, বিএনপি-জামাত ও বিবাহিত কর্মীদের ঘোষিত কমিটি থেকে বাদ দিতে হবে।
৪. তাদের ৫০ জন ত্যাগী, মেধাবী ও নিয়মিত ছাত্রদেরকে কমিটিতে অন্তর্ভুক্ত করে আজকের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রদান করতে হবে।
৫। পদবীতে সিনিয়র ও জুনিয়র ক্রম ঠিক করতে হবে।

দীর্ঘ তিন বছর পর গত রবিবার মধ্যরাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে ৪২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে ১১৮ জনকে। এছাড়া ১১ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ১১ জন সাংগঠনিক সম্পাদক ছাড়াও অন্যান্য পদে দায়িত্ব দেওয়া হয়েছে আরও ২৬৩ জনকে। কমিটিতে সদস্য করা হয়েছে ২১ জনকে।

কমিটি ঘোষণার পর পরই পদবাণিজ্য ও অছাত্রদের রাখার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে জড়ো হয়ে বিক্ষোভ করেন পদবঞ্চিত নেতা-কর্মীরা। প্রধান ফটকে তালা দিয়ে দিনভর অবস্থান নেন তারা। এরপর বিকেলে ৫ দফা দাবি ঘোষণা করে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেন।

আরও পড়ুন