ksrm-ads

১৯ এপ্রিল ২০২৫

ksrm-ads

চসিক কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু মারা গেছেন

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডে টানা ৭ বার কাউন্সিলর নির্বাচিত হওয়া সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১৮ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে তিনি ঢাকার ইমপালস হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

জানা গেছে, দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু। গত ১৩ মার্চ তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঢাকা থেকে তাঁর লাশ চট্টগ্রামে আনার প্রস্তুতি চলছে। আজ বাদ আসর চকবাজারস্থ প্যারেড মাঠ অথবা মহসিন কলেজ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু ১৯৭৭ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত তৎকালীন চট্টগ্রাম পৌরসভার নির্বাচিত কমিশনার ছিলেন। পরবর্তীতে ১৯৯৪ সালের জানুয়ারি থেকে পর পর ৬ বার চট্টগ্রাম সিটি করপোরেশনের চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচিত হন। সর্বশেষ গত ২৯ জানুয়ারি নির্বাচনেও তিনি কাউন্সিলর নির্বাচিত হন।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ