ksrm-ads

২৮ এপ্রিল ২০২৫

ksrm-ads

ট্রাকের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি  »

কক্সবাজারের পেকুয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় নাজমুল ইসলাম (১০) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এসময় সিদ্দিকুর রহমান (১১) নামের আরও এক শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।

মঙ্গলবার (১৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নাজমুল। এর আগে বিকাল ৫ টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়াখালী গ্রামে রহমানিয়া হেফজখানা ও এতিমখানা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল শিলখালী ইউনিয়নের কাছারীমুরা গ্রামের নুরুল হকের ছেলে। আহত সিদ্দিকুর একই গ্রামের রাশেদুল আলমের ছেলে। দুইজনই রহমানিয়া হেফজখানা ও এতিমখানার হেফজ বিভাগের ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, বারবাকিয়া বাজার নামক স্থান থেকে খালি একটি ট্রাক মাদ্রাসা গেট এলাকায় পৌঁছলে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই শিক্ষার্থীকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হয়।

এসময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পাশাপাশি ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন গাড়িটি জব্দ করে চালককে পাকড়াও করে পেকুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

পেকুয়া থানার ওসি সাইফুর রহমান মজুমদার তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শিক্ষার্থীর পরিবারের মর্জির উপর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন