ksrm-ads

২৫ মার্চ ২০২৫

ksrm-ads

দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটির নির্বাচন বাতিলের রিট খারিজ উচ্চ আদালতে

বাংলাধারা ডেস্ক »

দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন বাতিল চেয়ে দায়েরকৃত রিট খারিজ করে দিয়েছেন উচ্চ আদালত।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মো. মামুন-অর-রশীদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২১ গত ৪ নভেম্বর অনুষ্ঠিত হয়। নির্বাচনে এ. এ. মোহাম্মদ সাইফুদ্দিন এবং মো. আলমগীর পারভেজের নেতৃত্বাধীন পূর্ণ প্যানেল বিপুল ভোটে জয় লাভ করে। নির্বাচনে পরাজিত এক জন প্রার্থী অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বাতিল চেয়ে মাননীয় হাইকোর্টে রিট (মামলা নং ১১৬৯০/২০২১) দায়ের করেন।

দীর্ঘ শুনানী শেষে গত ৪ ডিসেম্বর তারিখে মাননীয় বিচারপতি মো. আশফাকুল ইসলাম এবং মাননীয় বিচারপতি মো. সোহরোয়ার্দির দ্বৈত বেঞ্চ রিট মামলাটি খারিজ করে বাদীকে আর্থিক দন্ড প্রদান করেন। এই রায়ের ফলে দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কার্যক্রমে সকল জটিলতার অবসান হল।

নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির উপর আস্থা রেখে সকল প্রকার সহযোগিতা করায় সোসাইটির সম্মানিত সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও সোসাইটির কার্যক্রম পরিচালনায় পাশে পাবেন বলে ব্যবস্থাপনা কমিটি আশা প্রকাশ করেন।

আরও পড়ুন