ksrm-ads

২১ এপ্রিল ২০২৫

ksrm-ads

পটিয়ায় দুই কাউন্সিলর প্রাথীর মধ্যে গোলাগুলি; নিহত ১, আহত ৮

পটিয়া প্রতিনিধি  »

পটিয়া পৌর নির্বাচনে ২ প্রাথীর মধ্যে গোলাগুলিতে এক কাউন্সিলর প্রাথীর ভাই নিহত হয়েছে। নিহতের নাম আবদুল মাবুদ (৫০)। সে পৌরসভা ৮নং ওয়াডের কাউন্সিল প্রাথী আবদুল মান্নানের ছোট ভাই।

এতে আরো আহত হয়েছে মো. হাসান (২৩), মোবাসিক নাত (৩০), মো. ফাহিম (১৮), আশেক (২৫), ইদ্রিস (৮০),আবদুল আল মাবুদ (১৮), নুসরাত (২০) জালাল উদ্দিন (২৫)।

নিহত পরিবারে দাবি কাউন্সিল প্রাথী রাজিবে লোকেরা গুলি করেছে।

ঔ কেন্দ্রে অভিযান চালিয়ে ডিবি পুলিশ ২ কাউন্সিল প্রাথীকে আটক করছে। গোলাগুলি ছাড়া ঔ কেন্দ্রে ২ প্রাথীর মধ্যে চুরি মারামারি ঘটনাও ঘটে।

চতুর্থ ধাপে চট্টগ্রামের পটিয়ায়, চন্দনাইশ ও সাতকানিয়ায় পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ রোববার। এরমধ্যে পটিয়ায় সবকটি কেন্দ্রে ইভিএমে এবং চন্দনাইশ ও সাতকানিয়া পৌরসভায় ব্যালটের মাধ্যমে সকাল ৮টা থেকে চলছে ভোটগ্রহণ।

উল্লেখ্য, পটিয়া পৌরসভায় ৯টি ওয়ার্ড ও ৩টি সংরক্ষিত ওয়ার্ড। ১৮টি কেন্দ্রে ১১৬টি বুথে ভোটগ্রহণ হবে। ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৯২৫ জন এবং নারী ভোটার ১৮ হাজার ৮৬২ জন। মেয়র পদে চারজন প্রার্থী অংশ নিচ্ছেন। নৌকা প্রতীক নিয়ে আইয়ুব বাবুল, ধানের শীষের প্রতীক নিয়ে নুরুল ইসলাম সওদাগর, লাঙ্গল প্রতীক নিয়ে সামশুল আলম মাস্টার, মোমবাতি প্রতীক নিয়ে আলী হোসাইন নির্বাচন করছেন।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন