ksrm-ads

১৩ জুন ২০২৫

ksrm-ads

‘পোশাক শিল্পের টেকসই উন্নয়নে শ্রমিকদের স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়ন জরুরী’

শিল্পের

বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী শ্রমিকদের পুষ্টি ও স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের উপর গুরুত্বারোপ করে বলেন, শ্রমিকরা হলো শিল্প প্রতিষ্ঠানের প্রধান চালিকা শক্তি ও সরব প্রাণ। দেশের রপ্তানি বাণিজ্যে তাদের ভূমিকা সর্বাগ্রে। দেশের যতটুকু উন্নয়ন হয়েছে তা শ্রমিকদের নিরলস পরিশ্রমের ফসল। তাই শ্রমিকদেরকে বলা হয়- নতুন বাংলাদেশের গর্বিত অংশিদার।

সোমবার (২৯ এপ্রিল) এনএনএস ও গেইনের যৌথ উদ্যোগে জাতীয় পুষ্টি সেবা আয়োজিত বিজিএমইএ হাসপাতাল চট্টগ্রামের কর্মীদের চট্টগ্রামস্থ বিজিএমইএ ভবনের সম্মেলন কক্ষে এক প্রশিক্ষণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শ্রমিক ভালো থাকলে শিল্পের চাকা ঘুরবে, আর শিল্পের চাকা ঘুরলে দেশের উন্নয়ন হবে। কিন্তু দুঃখ জনক হলেও সত্য পুষ্টি ঘাটতি ও স্বাস্থ্য সচেতনতার অভাবে আমাদের দেশ বছরে হাজার হাজার কোটি টাকার উৎপাদনশীলতা হারাচ্ছে। শুধুমাত্র অপুষ্টির কারণে রপ্তানিকারক তৈরী পোশাক শিল্পে ২০ শতাংশ উৎপাদন কম হচ্ছে।

রাকিবুল আলম চৌধুরী বলেন, বর্তমান বিশ্ব প্রতিযোগিতার বিশ্ব। আমাদেরকে বহিঃবিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে উৎপাদনশীলতা বৃদ্ধির কোন বিকল্প নাই। আজকে যারা পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতার উপর প্রশিক্ষণ নিয়েছেন, আমি আশা করবো আপনাদের এ কর্মসূচীর আওতায় আমাদের শিল্প প্রতিষ্ঠানগুলো উপকৃত হবে।

তিনি অনুষ্ঠানের আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং ভবিষ্যতেও এ ধরণের প্রশিক্ষণ কর্মসূচী অব্যাহত থাকবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।

প্রশিক্ষণ সভায় আরো উপস্থিত ছিলেন- বিজিএমইএ’র পরিচালক  এম. আহসানুল হক, মোহাম্মদ রাকিব আল নাসের ও বিপুল সংখ্যক গার্মেন্টস মালিকবৃন্দ।

আরও পড়ুন