বাঁশখালী প্রতিনিধি »
বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) বিকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বাঁশখালী পৌরসভার মেয়র অ্যাডভোকেট তোফাইল বিন হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী।
এসময় বাঁশখালী উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, সাধনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহিউদ্দীন চৌধুরী খোকা, কালিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ.ন.ম শাহাদত আলম, ছনুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম হারুনুর রশিদ, শেখেরখীল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ ইয়াছিন, খানখানাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট বদরুদ্দিন চৌধুরী, চাম্বল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুল হক, সরল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রশিদ আহমদ, ছনুয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি জিল্লুর করিম শরীফি, কাথরিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি আলহাজ্ব ইবনে আমিন, পৌরসভা যুবলীগের আহবায়ক হামিদ উল্লাহ, ছাত্রলীগ নেতা নাঈম উদ্দীন মাহফুজ, ইমরুক হক চৌধুরী ফাহিমসহ প্রমুখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আ.লীগের সভাপতি ও সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, একাত্তরের পরাজিত শত্রু ও তাদের দোসরেরা জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে নৃশংসভাবে হত্যার পর ভেবেছিল যে, বিশ্বের মানচিত্র থেকে বাংলাদেশের নাম মুছে ফেলবে। কিন্তু সেটি তারা ঘটাতে সক্ষম হয়নি জাতিরজনকের যোগ্য উত্তরসূরি শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে। বাংলাদেশ আজ ঘুরে দাঁড়িয়েছে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা রচনার পথে। বাংলাদেশ এগিয়ে চলার এই গতিকে ত্বরান্বিত করতে দেশ ও প্রবাসের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আলোচনা শেষে মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।