ksrm-ads

২১ এপ্রিল ২০২৫

ksrm-ads

বান্দরবানে সন্ত্রাসীর গুলিতে জেএসএস নেতা নিহত

বান্দরবান প্রতিনিধি »

বান্দরবান সদর বাঘমাড়া জামছড়ি মুখ এলাকায় সন্ত্রাসীর গুলিতে নিহত জেএসএস নেতা বাচমং মার্মা (৪১)।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ ঘটিকার সময় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বাচমং মার্মা একজন পল্লী চিকিৎসক।

স্থানীয় সূত্রে জানা গেছে, পল্লী চিকিৎসক নিহত বাচমং মার্মা (৪১) জাম ছড়িমুখ এলাকায় নিজ দোকানে বসে থাকা অবস্থায় হঠাৎ করে অপরিচিত কয়েকজন মোটরসাইকেলে করে এসে অতর্কিতভাবে গুলি করে হত্যা করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

এ বিষয়ে বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী জানান, আজ সন্ধ্যার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী সন্ধ্যা ৬টায় জামছড়ি বাজারে এসে পল্লী চিকিৎসক বাচমং মারমাকে গুলি করে। তখন তিনি ঘটনাস্থলেই নিহত হন। কি কারণে বা কেন মারা হয়েছে তা এখনো জানা যায়নি। তবে পুলিশের পক্ষ থেকে আমরা তদন্ত করে দেখছি তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

এই ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বান্দরবান সদর থানা পুলিশ ঘটাস্থলে রয়েছে।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ