সরকারি কলেজ শিক্ষকদের জন্য ২০১৮ বিধিমালায় বিদ্যমান বৈষম্য দূরীকরণ করার জন্য গত মঙ্গলবার (৮ অক্টোবর) বৈষম্যবিরোধী শিক্ষক-কর্মচারীদের পক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন
স্মারকলিপিতে ক্যাডার-ননক্যাডার দ্বন্দ্বের অবসান, পে-প্রটেকশনের মাধ্যমে শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণ, স্থায়ীকরণ, বদলি, পদোন্নতি, প্রাতিষ্ঠানিক ক্রটির কারণে যাচাই-বাছাইয়ে আটকে পড়া শিক্ষক-কর্মচারীদের দ্রুত আত্তীকরণ ও কার্যকর চাকরিকাল বিষয়ে সন্তোষজনক সমাধানের জন্য জোর দাবি জানায়। এছাড়া দ্রুত বকেয়া বেতন প্রাপ্তি, উপযুক্ত পদসোপান তৈরিসহ বিভিন্ন বিষয়ে দ্রুত কার্যকর সমাধান চাওয়া হয়।
বৈষম্যবিরোধী সাধারণ শিক্ষক-কর্মচারীদের পক্ষে মোহাম্মদ শামীম উদ্দিন সুজন, মোঃ আল-মামুন, মোঃ আতিক উল্লাহ চৌধুরী, সাইফুল ইসলাম, মামুনুর রশীদ, মোঃ জহিরুল ইসলাম প্রমূখ সহ অনেকে স্মারকলিপি প্রদান করেন।
বাংলাধারা/শিক্ষা