কক্সবাজার প্রতিনিধি »
রামুতে মিনিট্রাক চাপায় রাজারকুল ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড মেম্বার মো. জুবাইর নিহত হয়েছেন। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করছিলেন।
সোমবার (৬ জুন) বেলা ১১ টার দিকে রামু সরকারি কলেজ গেইটের পশ্চিমে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তবে, এ দুর্ঘটনাকে রহস্যজনক বলে দাবি করেছেন নিহতের স্বজনেরা। তারা বলছেন, পরিকল্পিতভাবে চাপা দিয়ে জুবাইরকে হত্যা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কক্সবাজারগামী মোটর সাইকেল আরোহী জুবাইরকে পিছন থেকে বালুবাহী মিনিট্রাক চাপা দেয়। এতে তার মাথা ও শরীরের অধিকাংশ ক্ষত-বিক্ষত হয়। পথচারিরা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
নিহত মো. জুবাইর রাজারকুল ইউনিয়নের হালদারকুল এলাকার সুলতান আহমদের ছেলে। তিনি রাজনীতি, সমাজসেবার পাশাপাশি ঠিকাদারি কাজেও সক্রিয় ছিলেন।
জানা গেছে, ঘাতক গাড়িটির মালিক রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের তেচ্ছিপুল সোহাগপাড়া এলাকার বাসিন্দা জসিম উদ্দিন এবং চালক নাছির একই ইউনিয়নের মন্ডলপাড়ার বাসিন্দা।
স্থানীয়দের মতে, গাড়ি চালক নাছির মাদক সেবী। গাড়ি চালানোর সময়ও তিনি মাদকাসক্ত ছিলেন।
জুবাইরের মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
রামু থানার ওসি আনোয়ারুল হোসেন জানান, দূর্ঘটনার খবর পেয়ে থানার উপ-পরিদর্শক মো. মঞ্জু ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলে তিনি জানিয়েছেন, জুবাইরকে হাসপাতালে নেয়ার পথে মারা যান। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।