ksrm-ads

১২ জুন ২০২৫

ksrm-ads

স্বচ্ছতা-জবাবদিহিতা-নিয়ম-নীতি রক্ষা, সক্ষমতা অর্জনের একমাত্র ভিত্তি

বাংলাধারা প্রতিবেদন»

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, সরকারের স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে চসিকের আয়ের মূল সূত্র নগরবাসীর দেয়া ধার্যকৃত কর। এ থেকেই চসিকের যাবতীয় ব্যয় নির্বাহ ও জনবলের বেতন-ভাতা প্রদান করা হয়। তাই রাজস্ব বিভাগ এই সংস্থার প্রাণ সঞ্চারক। এই বিভাগের প্রত্যেক কর্মকর্তা ও কর্মচারীর দক্ষতা, সততা ও জবাবদিহিতা প্রদান মূল পেশাগত দায় বোধ।

বুধবার বিকেলে চসিকের সম্মেলন কক্ষে রাজস্ব বিভাগের কর্মকর্তাদের সাথে করনীয় নির্দেশনামূলক এক সভায় একথা বলেন।

মেয়র রাজস্ব বিভাগের কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে বলেন, নগরীতে যারা ব্যবসা করে আয় উপার্জন করছেন এবং বাসা-বাড়ির মালিকানা প্রাপ্তদের মধ্যে যারা এখনো করের আওতায় আসেননি এবং যাদের ট্রেড লাইসেন্স নবায়ন হয়নি বা ট্রেড লাইসেন্স আদৌও করেননি তাদের একটি তালিকা তৈরী করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে উদ্যোগী হতে হবে। মনে রাখতে হবে, কর আদায়ের ক্ষেত্রে যেন অবাঞ্চিত চাপ প্রয়োগ করা না হয় এবং করদাতাদের মন জয় করতে না পারলে চসিকের রাজস্ব ভাÐার অপূর্ণ  থেকে যাবে। এ ক্ষেত্রে কোন অভিযোগ পাওয়া গেলে তার জন্য সংশ্লিষ্টরা কোন ছাড় পাবেন না। তিনি আরো বলেন, করা আদায়ককারী মাঠ কর্মীদের যে লক্ষ্য বেঁধে দেয়া হয়েছে তা যদি তারা পূরণ করতে না পারেন তা হলে তারা দায়িত্ব পালনে অযোগ্য বিবেচিত হবেন।

সভায় উপস্থিত ছিলেন-চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আফিয়া আকতার, রাজস্ব কর্মকর্তা শাহিদা ফাতেমা চৌধুরী, নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী, স্পেশাল মেজিস্ট্রেট জাহানারা ফেরদৌস প্রমুখ।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ