ksrm-ads

১৩ জানুয়ারি ২০২৫

ksrm-ads

বোয়ালখালীতে বালুবাহী ড্রেজারের ধাক্কায় ভাঙলো কাঠের সেতু, আহত-২

বোয়ালখালীতে

চট্টগ্রামের বোয়ালখালীতে বালুবাহী ড্রেজারের ধাক্কায় রায়খালী খালের ওপর নির্মিত কাঠের সেতু ভেঙে ২ জন আহত হয়েছেন। ভোগান্তি বেড়েছে শিক্ষার্থীসহ হাজারো মানুষের।

বৃহস্পতিবার (৬ জুন) সকাল ১১টার দিকে বোয়ালখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী এলাকায় দুর্ঘটনা ঘটে। সেতু ভেঙে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী ও শাকপুরা ইউনিয়নের হাজারো বাসিন্দা।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে , বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেই এলাকাবাসী লোহা, কাঠ ও টিনের শিট দিয়ে এই সেতুটি তৈরি করে।

কাঠের এই সেতুটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সঙ্গে শাকপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডকে সংযুক্ত করেছে। এর উভয় পাশে রয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান শিল্প কারখানা। রয়েছে পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, হাজী জানে আলম উচ্চ বিদ্যালয় এবং হাজী কোরবান আলী ছবিল আমিন দাখিল মাদ্রাসা। ফলে কারখানার কর্মকর্তা–কর্মচারী, স্কুল–মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী, মসজিদে যাতায়াতকারী মুসল্লিদের একমাত্র ভরসা ছিল এই সেতুটি।

বোয়ালখালী পৌরসভার কাউন্সিলর মো.ইসমাইল হোসেন চৌধুরী আবু বলেন, সকাল ১১টার দিকে একটি বালুবাহী ড্রেজার ধাক্কা দিলে কাঠের সেতুটি ভেঙে পড়ে। এসময় সেতুতে থাকা দুই ব্যক্তি খালে পড়ে আহত হন। তারা সাঁতারে পাড়ে উঠেছে।

পৌর মেয়র মো জহুরুল ইসলাম জহুর বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ড্রেজার মালিক পক্ষের সঙ্গে কথা হয়েছে। তারা সেতুটি দ্রুত সময়ের মধ্যে ঠিক করে জনচলাচল উপযোগী করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। আপাতত পারাপারের জন্য পৌরসভার পক্ষ থেকে একটি সাম্পানের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন