রাঙ্গুনিয়া প্রতিনিধি »
রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে গেছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার পোমরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আজিম নগর কাট্টাইল্ল্যা বাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
এর আগে উপজেলার পারুয়া ইউনিয়নে এক পরিবার থেকে পাঁচজন সদস্য আগুনে পুড়ে মারা যান। আহত একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৈদ্যুতিক শর্ট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানান স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।
ক্ষতিগ্রস্ত কন্ট্রাক্টর ইব্রাহীম দাবি করে বলেন, যে ঘরে আগুন লেগেছে সে ঘরে কেউ ছিল না। কিভাবে আগুন লেগেছে তা সন্দেহজনক। আগুনে ঘরে থাকা ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, স্বর্ণ- অলংকার ও আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ক্যাশ এক লক্ষ টাকা পুড়ে গেছে। এদিকে ক্ষতিগ্রস্ত সালাউদ্দিন কিছুদিন পর চিকিৎসার জন্য ভারতে যাওয়ার কথা ছিল। তিনি টাকা হারিয়ে এখন বিপাকে।
সরেজমিনে দেখা গেছে, কন্ট্রাক্টর ইব্রাহীমের মা জরিনা বেগম তার মূল্যবান জিনিসপত্র ও স্বর্ণ অলংকার হারিয়ে পাগলপারা হতে। এসময় তার পুড়িয়ে যাওয়া জিনিসের জন্য আহাজারি করতে দেখা যায়।
এ বিষয়ে পোমরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মুহাম্মদ হোসেন জানান, আগুনের ঘটনাস্থলে আছি। আগুনে তিনটি পরিবার তাদের সবকিছু হারিয়েছে। আমরা পোমরা ইউনিয়ন পরিষদ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহযোগিতা করব।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন- মো. কন্ট্রাক্টর ইব্রাহীম, ড্রাইভার আজম আলী বাবু ও সালাউদ্দিন।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার জাহিদুল রহমান বলেন, ‘আমাদের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনের তাপ বেশি হওয়ায় আমাদের বেগ প্রহাতে হয়েছে। আগুনে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।’