চট্টগ্রাম : আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টির সদস্য, ইডেন নূর ইংলিশ স্কুল’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শিক্ষানুরাগী ও সমাজসেবক খালেদ মাহমুদের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সাহ-সম্পাদক উৎস দাশ।
সোমবার (১৫ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উৎস দাশ এ শুভেচ্ছা জানান। তিনি স্ট্যাটাসে লিখেন, ‘আজ রাজনীতিক ও আলেকিত ব্যক্তিত্ব, উদারপ্রাণ সমাজসেবী, বিশিষ্ট শিক্ষাদ্যোক্তা আলহাজ্ব খালেদ মাহমুদ’র জন্মদিন। তিনি চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাবেক সি. সহ-সভাপতি, চট্টগ্রামের সুনামধন্য প্রতিষ্ঠান ইডেন নূর ইংলিশ স্কুল’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টির অন্যতম সদস্য, সুখবিলাস উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি। এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত আছেন।’

‘তিনি মানবতার সেবক, বর্তমান তরুণ ও যুব সমাজের অনুপ্রেরণাদায়ী ব্যাক্তি, সবার কাছে যিনি মানবতার সৈনিক নামেই জনপ্রিয়।’
উৎস দাশ আরও লিখেন, ‘চট্টগ্রাম জেলার অন্যতম মানবিক সংগঠন এন এন কে ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব খালেদ মাহমুদ মহোদয়ের জন্মদিনে জানাই শুভেচ্ছা ও রক্তিম ভালবাসা। হাজারো বছর বেঁচে থাকুন মানবতার সেবায়। নিজেকে মানবসেবায় নিয়োজিত রাখুন আজীবন। আপনার ভালবাসায় অভিভূত, সেই ভালবাসা চলতে থাকুক অবিরামভাবে। আপনার জন্য সবসময় শুভ কামনা থাকবে। নিজের লক্ষ্যে এগিয়ে যান, সফলতা আসুক জীবনে। আপনার সার্বিক সুস্থতা কামনা করি, দোয়া রইল।’













