২৯ অক্টোবর ২০২৫

সকল ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে রিজেন্ট এয়ারওয়েজ

বাংলাধারা ডেস্ক »

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে আগামী ৩ মাসের জন্য সকল ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে দেশের অন্যতম বেসরকারি উড়োজাহাজ পরিবহন সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ।

রোববার (২২ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ।

তিনি বলেন, ক‌রোনা ভাইরা‌সের জন্য গোটা এভিয়েশন ইন্ডাস্ট্রিই সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে কী হ‌বে, তার কিছুই বোঝা যাচ্ছে না। ই‌তোম‌ধ্যেই আমাদের রাজস্ব আয় শূন্য শতাংশে চলে এসেছে। আমরা তিন মাস সময়কে একটা গাইডলাইন হিসেবে ধরেছি। সবকিছু ঠিক থাকলে এর আগেও ফ্লাইট পরিচালনা করতে পারি।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক যেসব গন্তব্যের ফ্লাইটগু‌লো নভেল করোনা ভাইরাসের কারণে একে একে বন্ধ করতে হয়েছে। বিভিন্ন দেশের ওপর আ‌রো‌পিত নিষেধাজ্ঞা কবে নাগাদ উঠিয়ে ‌নেওয়ার ব্যাপা‌রেও বোঝা যা‌চ্ছে না কিছুই। আবার নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর যাত্রীদের ভ্রমণে আস্থা ফিরতেও সময় লাগতে পারে। সবকিছু বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ত‌বে আন্তর্জা‌তিক ফ্লাইট বন্ধ হ‌লেও রিজেন্ট এয়ারওয়েজ বর্তমানে দেশের ভেতর চট্টগ্রাম ও কক্সবাজারে চালু রে‌খে‌ছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন