২৯ অক্টোবর ২০২৫

মানবতার নক্ষত্র আবদুস সবুর লিটন

তারেক মাহমুদ »  

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনা ভাইরাসের ভয়ানক থাবায় কাবু হয়ে পড়েছে গোটা বিশ্ব। শেষমেষ ভাইরাসটির কবল থেকে রক্ষা পায় নি বাংলাদেশ। আতঙ্ক ছড়িয়ে পড়ে বন্দর নগরী চট্টগ্রামেও। দূর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে মানবতার সেবায় আর কেউ থাকুক বা না থাকুক, রাজনীতি বাদ দিয়ে সমাজনীতি নিয়ে মানুষের কল্যাণে ঝাপিয়ে পড়লেন ২৫ নং রামপুর ওয়ার্ডের সফল রাজনীতিবিদ, সাবেক কাউন্সিলর ও বর্তমানে আওয়ামী লীগের মনোনীত কাউন্সিলরপ্রার্থী আবদুস সবুর লিটন।

রামপুরের এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল এমপি, মন্ত্রীসহ জনপ্রতিনিধিদের এই সংকট মোকাবেলায় জনগণের পাশে দাঁড়াতে বলেছেন কিন্তু তার আগে থেকেই মাঠে সক্রিয় ছিলেন জনদরদী নেতা আবদুস সবুর লিটন। কারণ তিনি যেমন একজন রাজনীতিবিদ ঠিক তেমনি একজন সমাজ সেবক। উনার সেবার দরজায় গিয়ে ফিরে এসেছে এমন নজির আমরা কখনও দেখি নি।

রামপুরবাসীর ঘরে ঘরে সুরক্ষা সামগ্রী পাঠান আবদুস সবুর লিটন

রামপুর এলাকার বাসিন্দা আরফানুর রহমান বাংলাধারাকে জানান, কয়েকদিন আগে এলাকায় গাড়িতে করে জীবাণুনাশক পানি ছিটান আবদুস সবুর লিটন। তার আগে উনার আরো বিভিন্ন রকম সাহায্য আর সচেতনতামূলক কাজ দেখে মুগ্ধ হয়েছি। আমাদের সকল রামপুরবাসীর ঘরে ঘরে করোনা প্রতিরোধে সুরক্ষা সামগ্রী পাঠিয়েছেন তিনি। সামনের সিটি করপোরেশন নির্বাচনে আমরা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই।

আবদুস সবুর লিটন বাংলাধারাকে জানান, আমি রাজনীতি করি। আমার রাজনীতি করার উদ্দেশ্য হল মানুষের সেবা করা, কল্যাণ করা, এলাকার উন্নয়ন করা। আমি রামপুরবাসীর মনে সারাজীবন বেঁচে থাকতে চাই। যতদিন বাঁচব রামপুরবাসীর কল্যাণে আমার সাধ্যমতো উজাড় করে দিতে চাই। আমি এই সংকট মোকাবেলায় আমার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। পাশাপাশি এলাকার বিত্তবানদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহবান জানাচ্ছি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন