২৯ অক্টোবর ২০২৫

মোশাররফের ত্রাণফেরি অব্যাহত, আরো ৬ হাজার পরিবারে ত্রাণ বিতরণ

মিরসরাই প্রতিনিধি »

মহামারি করোনা ভাইরাসের প্রভাবে অচল হয়ে পড়েছে দেশের জনজীবন। জীবিকা হারিয়ে বেকার হয়ে পড়েছে অনেকে। দিনমজুর মানুষের দিশেহারা এই অবস্থায় সরকারের পাশাপাশি সাধারণ মানুষের মাঝে দৃঢ়ভাবে পাশে দঁড়িয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

জানা গেছে, আলোকিত জনপদ মিরসরাইবাসীর জন্য করোনার এই বিপদজনক সময়ে পাশে থাকতে আওয়ামী লীগের এর সকল স্তরের নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দিয়েছেন মার্চের ২য় সপ্তাহ হতে। নেতাকর্মীদের সাথে নিজপুত্র রুহেলকে দিয়ে প্রতিনিয়ত ত্রাণকাজের তদারকি করেছেন উপজেলা প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন।

দুইমাসের অধিককাল ধরে চলা করোনার এই সময় নিজেই হাজির হয়ে আরো ৬০০০ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন ১৬ মে শনিবার। মিরসরাই উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বাস্তবায়িত এই কর্মসূচিতে আওয়ামী লীগ নেতা মাহবুব রহমান রুহেলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। মিরসরাই উপজেলার গার্লস স্কুলের মাঠে এই কার্যক্রমের সূচনা হয়।

এলাকার জনসাধরণের সাথে কথা বলে আরও জানা যায়, এই দুঃসময়ে মিরসরাইয়ের অধিকাংশ রাজনীতিবিদদের ভূমিকা নিয়ে তারা হতাশ। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, এই জনপদে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন পরিক্ষিত নেতা। এই কঠিন পরিস্থিতিতে অনেক নেতা অগোচরে রয়েছেন, মুখও দেখা যাচ্ছে না তাদের, যারা আমাদের কাছে বিভিন্ন সময় আসতেন, দরদও দেখাতেন। কিন্তু করোনার সময় দুঃখজনক হলেও সত্য তাদের দেখা আমরা পাইনি।অথচ মোশাররফ সাহেব এই বয়সেও সবকিছু করছেন। উনি ইকোনমিক জোন’র মত বিশাল শিল্পপার্ক করেছেন শেখ হাসিনার সহায়তায়। তিনি চাইলে নিজেকে গুটিয়ে রাখতে পারতেন বিপদজনক এই সময়ে। সার্বক্ষণিক মানুষের পাশে থাকায় তাঁকে ধন্যবাদ দিতে হয়।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন