১৭ ডিসেম্বর ২০২৫

ডবলমুরিংয়ে মাছ বিক্রেতাকে জবাই করে হত্যা

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার বেপারী পাড়া রাস্তার মোড়ে এক মাছ বিক্রেতা খুন হয়েছেন। নিহত ওই মাছ বিক্রতার নাম মো.হারেস। শুক্রবার (২৫ জুন) রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

মো.হারেস ব্রাক্ষণবাড়িয়া জেলার আখাউড়া থানার অমিতপুর এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি নগরের আগ্রাবাদ পানওয়ালা পাড়া এলাকার বড় হুজুর বাড়িতে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মদ্যপান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তি এসে মাছ বিক্রেতা আরেছ এর দোকানে প্রবেশ করে তাকে এলোপাতাড়ি কোপালে পুলিশ ফাঁড়ির টহল গাড়ি এসে তাকে উদ্ধার করে ।

ডবলমুরিং থানা সূত্রে জানা যায়, বেপারিপাড়া মোড়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে মো.হারিসকে আহত করে জসিম নামে এক যুবক। এ অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনা পর জসিম পালানোর সময় স্থানীয় প্রায় তিনশত লোকজন তাকে ধরে গণপিটুনি দিয়েছেন। গণপিটুনি থেকে জসিমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি হাসপাতালের ২৮ নম্বর নিউরো সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এখনও থানায় মামলা হয়নি। নিহত ব্যক্তির আত্মীয়-স্বজন এলে মামলা হবে। ময়নাতদন্তের জন্য হারিসের মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজে মর্গে রাখা হয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ