আনোয়ারা প্রতিনিধি »
আনোয়ারা উপজেলা মাছে স্বয়ংসম্পূর্ণ, এখানে মাছ আরও উদ্বৃত্ত থাকে বলে মন্তব্য করেছেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো. রাশিদুল হক।
শনিবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২ টার সময় জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, মো. রাশিদুল হক বলেন, মৎস্য সপ্তাহ উপলক্ষে আমরা বাড়ি বাড়ি গিয়ে পুকুরের মাটি পরীক্ষা, মাছ চাষে মানুষকে উদ্বুদ্ধকরণ ও মাছের রোগবালাই প্রতিরোধে মাছ চাষীদের সচেতনতামূল কর্মকাণ্ড পরিচালনা করব। আনোয়ারা উপজেলা মাছে স্বয়ংসম্পূর্ণ। এখানে মাছ আরও উদ্বৃত্ত থাকে।
তিনি আরও বলেন, আনোয়ারা উপজেলায় ৫২৮৬ জন নিবন্ধিত মৎস্যজীবী রয়েছে। আনোয়ারায় মাছের চাহিদা রয়েছে ৭৭৯২ মেট্রিক টন।আর এ বছর উৎপাদন হয়েছে ১২,৭১২ মেট্রিক টন। যা চাহিদার তুলনায় ৪৯২০ মেট্রিক টন বেশি।
তিনি আরও বলেন, গত বছর ৫৬০০ মেট্রিক টন রুই জাতীয় মাছ উৎপাদন হয়েছিল। আর এ বছর ৬,১৩০ মেট্রিক টন উৎপাদন হয়েছে । গত বছর সামুদ্রিক ও নদী কেন্দ্রিক মাছের উৎপাদন হয়েছে ৫,৪০০ মেট্রিক টন। আর এ বছর তা বেড়ে ৬,০৪২ মেট্রিক টন হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি এম. নুরুল ইসলাম, সি.সহ-সভাপতি জাহেদুল হক, সহ-সভাপতি খালেদ মনসুর, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শাহ সুমন, সাংবাদিক রেজাউল করিম সাজ্জাদ, মো. সোহেল ও এনামুল হক ।