ksrm-ads

১৪ ফেব্রুয়ারি ২০২৫

ksrm-ads

উখিয়ায় মাটি কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু

কালুরঘাটে টেম্পুচাপায় প্রাণ গেল কলেজছাত্রীর বাকঁখালী

কক্সবাজারের উখিয়াতে ডাম্পারে মাটি কাটতে গিয়ে মুসলেম উদ্দিন(২০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ২ ওয়ার্ড কাসিম মার্কেটের দক্ষিণ পাশে বায়তুশ শরফ সংলগ্ন পাহাড়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হোসাইন।

নিহত মুসলেম উদ্দিন উখিয়ার জালিয়া পালং ১ নম্বর ওয়ার্ড পাইন্যাশিয়া চাককাটার নুরুল ইসলামের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, শনিবার ভোরে স্থানীয় হেলাল কোম্পানীর ডাম্পার ট্রাকে মাটি কাটছিল এক দল শ্রমিক। হঠাৎ একটি বড় মাটির খণ্ড এসে শ্রমিক মুসলেম উদ্দিনকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে গিয়ে পাশের গাছের ধারালো শিকড়ে গেঁথে যায়। শেকড়টি ভিকটিমের গোপন অঙ্গের অণ্ডকোষের পাশে ঢুকে যায়। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্ত ক্ষরণে তার মৃত্যু হয় বলে উল্লেখ করেন চিকিৎসক।

ওসি আরো জানান, খবর পেয়ে থানা থেকে পুলিশের একটি টিম মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন