ksrm-ads

১৯ সেপ্টেম্বর ২০২৪

ksrm-ads

উখিয়া সীমান্তে এক লাখ ইয়াবাসহ দেশি-বিদেশি অস্ত্র ও গুলি জব্দ

Cox

কক্সবাজারের উখিয়া সীমান্ত থেকে এক লাখ পিস ইয়াবা, দুটি বিদেশি পিস্তল, একটি দেশি পাইপগান এবং ২৫ রাউন্ড গুলি জব্দ করেছে বিজিবি।

বুধবার (২১ আগস্ট) ভোররাতে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) পালংখালী বিওপির সদস্যরা উখিয়া সীমান্তের পূর্ব ফারির বিল নামক স্থানে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল আব্দুল্লাহ আল মাশরুকী।

তিনি জানান, পালংখালী বিওপির সদস্যরা নিয়মিত টহলকালে ভোর রাত ১টার দিকে ফারিরবিল এলাকায় দেখতে পায় কতিপয় মাদক কারবারী মায়ানমার সীমান্ত হতে পায়ে হেঁটে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে। এসময় বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা তাদের সাথে থাকা ব্যাগ ফেলে দ্রুত জংগলের মধ্য দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়। ঘটনাস্থল হতে বিজিবি টহলদল ব্যাগ তল্লাশি করে একলাখ পিস বার্মিজ ইয়াবা, দুটি বিদেশী পিস্তল, একটি দেশী তৈরী পাইপগান, ১০ রাউন্ড পিস্তলের গুলি এবং ১৫ রাউন্ড পাইপগানের গুলি জব্দ করতে সক্ষম হয়েছে।

জব্দ করা এসব মাদক ও গোলাবারুদ আইনী প্রক্রিয়ায় ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

আরও পড়ুন