বাংলাধারা প্রতিবেদন »
মধ্যপ্রাচ্যের ওমানের দুকুম শহরে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আরও দুজন আশংকাজনক অবস্থায় দুকুম হাসপাতালে আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) ওমানের স্থানীয় সময় ভোর ৬ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
এই ঘটনায় নিহত ৫ জন হলেন মিনহাজ, ফারুক, মামুন, রুবেল ও মিলাদ। দুর্ঘটনায় নিহতদের সকলেই চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার বাসিন্দা।
জানা যায়, রাতে আরব সাগরে ফিশিংয়ের ডিউটি শেষে ১০ জন সহকর্মী মিলে নিপুল থেকে দুকুম শহরে তাদের বাসায় ফিরছিলেন। ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে।
অন্যদিকে আইসিইউতে চিকিৎসাধীন ২ জন হলেন দিদার ও আশরাফ। এদের সকলেই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা।’
বাংলাধারা/এফএস/এআর