কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টের সেমিফাইনালে লাতিন আমেরিকার আরেক দেশ ভেনেজুয়েলাকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে গেছে আর্জেন্টিনা। তাদের আগে টুর্নামেন্টটির ফাইনালে উঠেছিল চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল। ফলে প্রথম রাউন্ডের পর দেশ দুটি আবারও ক্লাসিকো ফাইনালে লড়বে।
ক্রীড়াঙ্গনে ব্রাজিল-আর্জেন্টিনা মানেই বাড়তি উত্তেজনা। আন্তর্জাতিক ফুটবলে এই দুই দলের লড়াই যেমন অন্যরকম মর্যাদা বহন করে ঠিক তেমনি ফুটসাল ফুটবলেও এই দুই দলের লড়াই যোগ করে ভিন্ন মাত্রা। ফুটসাল টুর্নামেন্টটিতে এর আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল এ দুদল। সেই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। উভয় দলের পয়েন্ট সমান থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপ বি থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিতে ওঠে যায় ব্রাজিল। এর আগে অবশ্য আর্জেন্টিনাও সেমিফাইনাল নিশ্চিত করেছিল।
দুদলের উত্তেজনাপূর্ণ ফাইনালটি আজ (২৫ জুন) রাত ১টায় (বাংলাদেশ সময়) অনুষ্ঠিত হবে। তৃতীয় স্থান নির্ধারণী অপর ম্যাচে মুখোমুখি হবে কলম্বিয়া ও ভেনেজুয়েলা।