বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১১১ জন। আক্রান্তদের মধ্যে নগরে ১০০ জন এবং উপজেলায় ১১ জন। এ নিয়ে মোট আক্রান্ত ৩৭ হাজার ৫৪১ জন। এসময়ে করোনায় মৃত্যুবরণ করেনি কেউ। মোট ৯১০টি নমুনা পরীক্ষা করে নতুন রোগীদের শনাক্ত করা হয়েছে।
রোববার (২১ মার্চ) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৪টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১১১ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন।
অন্যদিকে চট্টগ্রামে করোনার টিকাদান কার্যক্রমে সর্বশেষ টিকা নিয়েছেন ৪ হাজার ৮২১ জন। এর মধ্যে সিটি করপোরেশন এলাকায় ৩ হাজার ৪৪০ জন এবং উপজেলায় ১ হাজার ৪৮১জন। এখন পর্যন্ত ৪ লাখ ৩ হাজার ৫৫৩ জন টিকা গ্রহণ করেছেন।
বাংলাধারা/এফএস/এআর