ksrm-ads

১৯ এপ্রিল ২০২৫

ksrm-ads

চট্টগ্রাম দক্ষিণ পূর্ব এশিয়ার একটি বাণিজিক হাব – মেয়র রেজাউল করিম  চৌধুরীর

বাংলাধারা ডেস্ক  »

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, বাংলাদেশ ও ইউরোপিয়ান ইউনিয়ন আন্তরিকভাবে একই চিন্তা চেতনা ও সাদৃশ্যের উপর নিজেদের দৃঢ় সম্পর্ক গড়ে তুলেছে। বিশ্বকে এগিয়ে নিতে হলে সমঝোতার বিকল্প নেই। বাংলাদেশ কোন দেশের নেতিবাচক উদ্দ্যেশ্য সাধনে নিজেদের অন্তর্ভূক্ত করে না। বাংলাদেশ সকলের সাথে সুন্দর ও স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে চায়।

গতকাল (৬ জুন)  সকালে নগর ভবনের কনফারেন্স কক্ষে ইউরোপিউয়ান ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাতে এই কথা বলেন সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ।

 মেয়র আরো বলেন, প্রাচ্যের রাণী খ্যাত বন্দর নগরী চট্টগ্রাম পাহাড়, সাগর, নদী বেষ্টিত অপূর্ব সুন্দর একটি শহর। নগরীর সবুজয়ান, মৎস্য, স্বাস্থ্য, বর্জ্য ব্যবস্থাপনা ও ডিজিটাল ট্রাফিক সিষ্টেম চালুর বিষয়ে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দলের সহযোগিতা চেয়ে মেয়র আরো বলেন, চট্টগ্রাম দক্ষিণ পূর্ব এশিয়ার একটি বাণিজিক হাব, এর সুযোগ-সুবিধা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখানে অর্থনৈতিক জোন গড়ে উঠেছে বিধায় ইউরোপিয়ান ইউনিয়ন এখানকার অবকঠামো নির্মাণেও বিনিয়োগ করতে পারে।

ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্টদুত ও প্রতিনিধিদলের প্রধান চালর্স হুইটলি বলেন, বাংলাদেশ ইউরোপিয়ান ইউনিয়নের অন্যতম বন্ধু। একসাথে সমঝোতার মাধ্যমে কাজ করার জন্য ইউরোপিয়ান ইউনিয়ন সকল দেশের জন্য নিজেদের দ্বার উম্মুক্ত রেখেছে। বাংলাদেশ আমাদের অন্যতম বাণিজ্যক অংশিদার যা দেশের মোট বাণিজ্যের ২৪ শতাংশ। তিনি বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট হিসেবে রূপান্তরিত হওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, বাংলাদেশকে বিনিয়োগ বৃদ্ধিতে নিজেদের সক্ষমতা আরো বাড়াতে হবে। যোগাযোগ ও পরিবেশ বান্ধব উন্নয়ন, রপ্তানি পন্যের বহুমুখী করণ ও সার্ভিস সেক্টরের বিভিন্ন সম্ভবনাকে কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম। চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন সচিব খালেদ মাহমুদ। এ সময় আরো বক্তব্য রাখেন নেদারল্যান্ডের রাষ্টদুত অ্যান জেরার্ড ভ্যান লিউয়েন, সুইডেনের রাষ্টদুত মিস আলোকজান্দ্রা বার্গ ভনলিন্ডে, লিথুনিয়া রাষ্টদৃত জুলিয়াস, প্রানেভিসিয়াস, ইতালি দুতাবাসে উপ-প্রধান মি. মাতিয়া ভেন্টুরা, সুইডেন দুতাবাসের প্রধান সচিব মি. আনা সোয়ান্তেসন, নতুন দিল্লীস্থ ফিনল্যান্ডের কাউন্সিলর মি. কিমমো সিরা, বাংলাদেশস্থ ইউউ প্রশাসনিক প্রধান মি. আন্দ্রেয়াস হিউ র্বাগার, সংযুক্ত কর্মকর্তা ফ্লোরিন বুজাতু মি. আনমারিয়া হারলিয়া, বাণিজ্য ও অর্থনৈতিক উপদেষ্টা মি. তৌহিদ ফিরোজ, প্রোগ্রাম ম্যানেজার মিসেস লায়না বানু জেসমিন, জুঁই চাকমা এবং প্রটৌকল অফিসার মিসেস তামান্না হাসান ।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ