চবি প্রতিনিধি »
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার শিক্ষার্থীদের সংগঠন চন্দনাইশ স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন শিক্ষা ও গবেষণা ইনিস্টিটিউটের ১২-১৩ শিক্ষাবর্ষের জাহেদুল ইসলাম জাহি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হিসাব বিজ্ঞান বিভাগের ১৪-১৫ শিক্ষাবর্ষের তৌহিদুল আলম।
এছাড়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সমাজতত্ত্ব বিভাগের ১৪-১৫ শিক্ষাবর্ষের উত্তম বিশ্বাস। এর আগে সংগঠনের উপদেষ্টাদের উপস্থিতিতে নগরীর একটি রেস্টুরেন্টে এসোসিয়েশনের সদস্যদের গোপন ভোটে সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে তারা ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ-সভাপতি, সাঈদ করিম, সহ-সভাপতি, মোহাম্মদ আবদুল হান্নান ও মোহাম্মদ হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক, আবদুল্লাহ বিন আয়াস, সহ-সাংগঠনিক সম্পাদক, জিয়া উদ্দীন রোহান, অর্থ সম্পাদক, আসিফ বাবু, সহ-অর্থ সম্পাদক, আসিফ রিয়াদ, দপ্তর ও প্রচার সম্পাদক, মোবারক হোসেন, সহ-দপ্তর ও প্রচার সম্পাদক, আবির হাসান, সাহিত্য-সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক, মোহাম্মদ তারেক রহমান, ক্রীড়া সম্পাদক, তুলিকা মজুমদার, মহিলা সম্পাদিকা, ফারজানা কবির মুক্তা, সহ-মহিলা সম্পাদিকা, সিনিয়র সদস্য, নোমান বিন হাসান রেজা এবং কামরুজ্জামান জিয়াদ। সদস্য হলেন- সাজ্জাদ হোসেন, আব্দুল্লাহ আল নোমান,তাহমিদুর রহমান মুন্না।
উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন- মোহাম্মদ নূরুদ্দীন চৌধুরী রুমেল, মলকুতুর রহমান মুনির, মোহাম্মদ তাহের উদ্দিন,আবদুল খালেক,আব্দুল্লাহ মোহাম্মদ সা’দ, শওকতুুল ইসলাম। উপদেষ্টারা এই কমিটির প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
তারা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। তোমরা শিক্ষিত হয়ে চন্দনাইশের তথা পুরো বাংলেদেশের সেবা করবে। পরে নতুন কমিটির সদস্যরা স্বাধীনতার পক্ষে কাজ করার এবং সোনার বাংলাদেশ গড়ার জন্য দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন।
বাংলাধারা/এফএস/এমআর